প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৪ , ৪:৫৪:১৫ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে চোরাই অটোরিকশা উদ্ধারসহ আন্ত:জেলা চোর চক্রের মূলহোতা শরিফ ইসলাম ওরফে সাজেদুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শরিফ তবকপুর ইউনিয়নের বামনের হাট এলাকার ফজলার রহমানের পুত্র।
থানা পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের জকরিয়াপাড়া এলাকার এরশাদুল হকের বাড়ি থেকে অজ্ঞাতনামা চোরেরা একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায়।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে এই সংক্রান্ত থানায় একটি মামলা দায়ের করা হয়।পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হাকিম সংগীত ফোর্সসহ অভিযান চালিয়ে ৪ ঘণ্টার মধ্যে দলদলিয়া ইউনিয়নের তেজার মোড় থেকে চোর চক্রের মূলহোতা শরিফ ইসলাম ওরফে সাজেদুল ইসলামকে গ্রেফতার করে। এবং তার হেফাজতে থাকা অটোরিকশাটি উদ্ধার করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ১২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।