বরিশাল

আক্রান্ত পুলিশ সদস্যদের খোঁজ নিলেন বরগুনার এসপি মারুফ

  প্রতিনিধি ৬ জুলাই ২০২০ , ৮:০১:৪৮ প্রিন্ট সংস্করণ

বরগুনা প্রতিনিধি:বরগুনা জেলা পুলিশ সুপার জনাব মো. মারুফ হোসেন পিপিএম সোমবার করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের কে দেখতে যান এবং শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। যা সবাই কে মুগ্ধ করেছে। পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম’র সব নিয়ন্ত্রণ যেন তার মুখস্থ।
মরণঘাতক করোনার প্রাণহানির থাবা হতে পুলিশ কে বাঁচাতে তাঁর মানবীয় চিন্তা আর পদক্ষেপ পুলিশ বাহিনী কে করেছে সাহসী । একই সাথে বাহিনী দেখল তার অভিভাবকত্ত¡। বিভিন্ন ঔষধ ও পিপিই কিনে দিল সবাই কে। আক্রান্ত সদস্য ও পরিবারের খোঁজ নিলেন নিজেই। এসপি মারুফ হোসেন পিপিএম বলেন, এই দুর্যোগ মহামারী করানো ভাইরাস শুরু থেকে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রচার প্রচারণা চলছে। যতদিন এই মহামারী ভাইরাস থাকবে। ততদিন আমাদের প্রশাসন মানুষকে সচেতনতা করার জন্য মাঠে অব্যাহত থাকবে।