প্রতিনিধি ১৩ মার্চ ২০২৪ , ৩:৫৬:০৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদ সংখ্যা ৪০ টি এবং সহকারী শিক্ষকের শূন্য পদসংখ্যা ১০৩টি । একজন শিক্ষককে দিনে প্রায় ৫/৬ টি ক্লাস নিতে হয় । তারপর শূন্য পদের এবং কোনো শিক্ষক ছুটিতে থাকলে তাদের ক্লাসগুলো উপস্থিত শিক্ষকদের নিতে হয় ।
এরূপ হলে উপস্থিত শিক্ষকদের উপরই চাপ পড়ে বেশি । এতে ক্লাস ফলপ্রসূ হওয়ার কথা নয়। এমনও দেখা গেছে এক স্কুলে হিন্দু ধর্মের শিক্ষক না থাকায় মুসলিম শিক্ষককে হিন্দু ধর্মীয় ক্লাস নিতে হচ্ছে । প্রয়োজনের তুলনায় শিক্ষক কম বা বেশি হলে তা সমন্বয়ও করা দরকার দাবি অভিজ্ঞ মহলে ।
আবার দেখা গেছে এক স্কুলে সবই মহিলা শিক্ষক। চন্দন চৌধুরী , সুনীতি বিকাশ , অঞ্জয় চৌধুরী বলেন সংশ্লিষ্ট উক্ত ধর্মীয় বিষয়ে জ্ঞান না থাকলে সে বিষয়ে পাঠদান কষ্টের ব্যাপার এবং সে সব বিষয়ে সমন্বয় করা খুবই জরুরি।
উপজেলা শিক্ষা অফিসার রোজিনা রহমান বলেন , চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু শিক্ষক না থাকাটা কোনো মতেই কাম্য নয়। আজ এখনি আমি ব্যবস্থা নিচ্ছি । আর অন্যান্য সমস্যা গুলো নিয়ে আলোচনা করে সমন্বয়ের ব্যবস্থা করা হবে।