বাংলাদেশ

৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার

  প্রতিনিধি ১৪ মার্চ ২০২৪ , ৬:৫৬:১৭ প্রিন্ট সংস্করণ

৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার

৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার। প্রতি লিটার ১৫৫ টাকা ৯৭ পয়সা দরে কেনা হবে এই তেল। একই সঙ্গে ৬ হাজার টন মসুর ডালও কেনা হবে। প্রতি কেজির দাম পড়বে ১০৪ টাকা ৯০ পয়সা। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়। 

অপর এক প্রস্তাবে আট হাজার টন চিনি কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রতি কেজি ১৩৪ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে এই পণ্য। এ ছাড়া রাশিয়া থেকে প্রতি টন ২৮৮ মার্কিন ডলার দরে তিন লাখ টন গম কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। 

এছাড়াও সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫৮১ মার্কিন ডলার।

আরও খবর

Sponsered content