রাজশাহী

নিয়ামতপুরে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

  প্রতিনিধি ৯ জুলাই ২০২০ , ৭:১৯:২৩ প্রিন্ট সংস্করণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সরকারী প্রণোদনার জন্য প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে করোনা ভাইরাসে বন্ধ হয়ে যাওয়ায় সরকারী প্রনোদনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার উপজেলা গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিয়ামতপুর প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি শাহজাহান শাজুর সভাপতিত্বে নির্বাহী সদস্য সিরাজুল ইসলামের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহদাত হোসেন নাইম, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা খাতুন মিনি।