দেশজুড়ে

যুবককে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৪ , ৪:০৪:০৯ প্রিন্ট সংস্করণ

যুবককে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩২) নামক এক যুবককে পিটিয়ে তার দুই পা ভেঙ্গে ও এক হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় ৩০ মার্চ শনিবার রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

একই এলাকার সাব্বির হোসেন খোকা (২৫), তানভীর (২০), এজাজুল ওরফে এজাজ (২০), ইয়াছিন (১৮), মারুফ (২১), শামীম (২২), তাওহীদ (২২), ইফতি (২০), কবির হোসেন (৪২), মেহেদী (১৯), উপজেলার ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকার লিসান (২৩) সহ ১১ জনকে অভিযুক্ত করে আহত সাদ্দাম হোসেনের স্ত্রী রত্মা আক্তার বাদী হয়ে এ রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

আহত সাদ্দাম হোসেন বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। উল্লেখ্য, গত ২৮ মার্চ রাত ১০ টার সময় সাদ্দাম হোসেন তারাবি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে স্থানীয় চিহ্নিত সন্ত্রাস সাব্বির হোসেন খোকার নেতৃত্বে মাঝিপাড়া গ্রামের পূর্বেপাড়ার আমির হোসেনের বাড়ির সামনে ২০/২৫ সদস্যের এক দল সন্ত্রাসী রাম দা, চাইনিজ কুড়াল, সুইচগ্যায়ার, ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়।

এসময় সন্ত্রাসীরা সাদ্দাম হোসেনকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে তার দুই পা ভেঙ্গে ফেলে ও তার এক হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। সাদ্দাম হোসেনের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা সাদ্দাম হোসেনের পকেটে রক্ষিত নগদ ২০ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে। এদিকে স্থানীয়রা জানান, সাব্বির হোসেন খোকার নেতৃত্বে সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।

আরও খবর

Sponsered content

Powered by