চট্টগ্রাম

অবশেষে ক্যান্সারের কাছে হার মানলেন ছাত্রদল নেতা শহীদ

  প্রতিনিধি ২ এপ্রিল ২০২৪ , ৭:৪৮:০৫ প্রিন্ট সংস্করণ

অবশেষে ক্যান্সারের কাছে হার মানলেন ছাত্রদল নেতা শহীদ

ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরে দেশে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল আলম শহীদ। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি হসপিটালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শহীদের মৃত্যুতে রাজনৈতিক সহযোদ্ধাসহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।

শহীদ দীর্ঘদিন ঘাতকব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। বাঁশখালীর সন্তান শহীদ দুই সন্তানের জনক। শহীদুল আলম দীর্ঘ দিন ভারতে চিকিৎসাধীন ছিলেন। এরপর নগরীর পাঁচলাইশে অবস্থিত ট্রিটমেন্ট হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শহীদের মৃত্যুতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম শোক জানিয়েছেন। শোক বার্তায় তারা সাবেক এই ছাত্রনেতার আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শহীদের প্রথম নামাজে জানাজা মঙ্গলবার রাত ১০ টায় লালদিঘি মাঠে এবং দ্বিতীয় জানাযা বাঁশখালী নিজ বাড়িতে সকাল বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।

আরও খবর

Sponsered content