রাজশাহী

৮ শিক্ষকের মাদ্রাসায় ২ পরীক্ষার্থী, পাশ করেনি কেউ

  প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৪:০৭:৪২ প্রিন্ট সংস্করণ

৮ শিক্ষকের মাদ্রাসায় ২ পরীক্ষার্থী, পাশ করেনি কেউ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বজ্রনাথপুর দাখিল মাদ্রাসা থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ২ পরীক্ষার্থী। তবে তাদের কেউ পাশ করতে পারেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য বজ্রনাথপুর দাখিল মাদ্রাসা থেকে ফরম পূরণ করেছিল ৮ শিক্ষার্থী। এর মধ্য থেকে পরীক্ষায় অংশ নেয় ২ জন। কিন্তু দুজনই ফেল করেছে।

ওই মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, করোনার প্রাদুর্ভাবের পর থেকে বজ্রনাথপুর দাখিল মাদ্রাসায় শিক্ষার মান কমতে থাকে। মাদ্রাসাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা নিয়মিত ক্লাস নিতেন না। এ কারণে ফলাফল খারাপ হয়েছে।

বজ্রনাথপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেনটেন্ড এজাজুল হক বলেন, এবার এই প্রতিষ্ঠান থেকে ৮ শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ২ জন। ফলাফল প্রকাশ হলে দেখা যায়, তারা দুইজনই ফেল করেছে।

ফলাফল খারাপ হওয়ার বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। এখানে ৮ জন শিক্ষক আছেন, তবে তারা কেউ বেতন পান না। যে কারণে তারা অন্য কাজ করেন। ক্লাস নিতে খুব একটা আগ্রহী নন। মাদ্রাসাটি এমপিওভুক্ত হলে শিক্ষার মান আরও বাড়বে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, আমরা প্রতিষ্ঠানটি পর্যবেক্ষণে রাখার পাশাপাশি ফলাফল কেন এতো খারাপ হলো তা যাচাই-বাছাই করব।

আরও খবর

Sponsered content