প্রতিনিধি ১৪ মে ২০২৪ , ৫:৪৭:৫২ প্রিন্ট সংস্করণ
বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী বালুবাড়ী, দিনাজপুরের বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন-ঢাকা’র সহযোগিতায় ইসিএমএপি প্রকল্পের সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর সদস্যদের নিয়ে জেলা পর্যায়ে লিগ্যাল এইড প্রশাসনের সাথে আইনগত সহায়তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার উল্লাহ সোমবার দিনাজপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামিম আরা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. মোশাররফ হোসেন, প্রজেক্টের ফোকাল পার্সন শামিমা বেগম পপি, উপকারভোগী মোছা. আয়শা আক্তার, দিপা রানী রায়, পল্লীশ্রীর লিগ্যাল অ্যাডভাইজার এ্যাড: আতাউর রহমান আতা ও জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী এ্যাড. খুরশিদা পারভীন জলি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা হক নিপা।