প্রতিনিধি ১৫ জুলাই ২০২০ , ৫:১৪:৫০ প্রিন্ট সংস্করণ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় আমের গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় আবু বক্কার সিদ্দিক (৩৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আবু বক্কার সিদ্দিক নোনাহার গ্রামের মৃত গিয়াশ উদ্দিন মোল্লার ছেলে। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেজোড়া মোড় দরগাতলা মোশারফ ডাক্তারের আম বাগান থেকে তার লাশটি উদ্ধার করেন তারা। স্থানীয় ওয়ার্ড সদস্য তাজামুল হক জানান, রবিবার সন্ধা থেকে মৃত ব্যাক্তি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরে মঙ্গলবার গলায় ফাঁস লাগানো অবস্থায় আম বাগানে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থল থেকে লাশটি উদ্ধার করি। ৩/৪ দিন আগে থেকেই এবস্থায় লাশটি আছে বলে ধারনা করা হচ্ছে। তবে এটি হত্যা না আতœহত্যা ময়না তদন্তের রিপোর্টে এর আসল রহস্য জানা যাবে।