চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

  প্রতিনিধি ১৯ মে ২০২৪ , ৫:৩৫:১২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম সরকারি কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ও ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের যৌথ স্বাক্ষরের মাধ্যমে কমিটি বিলুপ্তির বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর কমিটির জরুরী সভার সিন্ধান্ত মোতাবেক চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, মেয়াদোত্তীর্ণ, কলেজে চলমান বিশৃঙ্খলা ও নানা অনিয়ম এবং সাংগঠনিক নিয়মনীতির তোয়াক্কা না করায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে জরুরী সভা আহবান করে শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।

আরও খবর

Sponsered content