ঢাকা

আশুলিয়ায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার

  প্রতিনিধি ২০ মে ২০২৪ , ৭:৪৫:০৪ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃতদেহ উদ্ধার

আশুলিয়ায় গৃহবধূ মনি বেগম (২৬) ও রহুল আমীন হাওলাদার (৩২) নামের এক কাপড় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ। সোমবার বিকালে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার ফজলুর রহমানের ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেন পুলিশ। নিহত দম্পতি মনি আকতার (২৬)।

সে বরগুনা জেলার আমতলী থানার ছোবহান মৃধার মেয়ে। অন্যদিকে পটুয়াখালী সদরের কড়ি পাইকা গ্রামের মৃত হাকিম হাওলাদের ছেলে নিহত রুহুল আমীন। নিহতের পাশের রুমের ভাড়াটিয়া জানায়, স্বামী-স্ত্রীর ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বেলা ১১টার দিকে তাদের গেটের সামনে গিয়ে ডাক দেই। কোন সাড়া শব্দ না পেয়ে বারান্দার গেট থেকে উঁকি দিয়ে দেখি দরজা খোলা। বিছানায় মনির লাশ পড়ে আছে দেখা যায়।

পরে মেইন গেট খুলে রাস্তায় গিয়ে দেখি দুই জানালার এক পাশ খোলা। এরপরে ওই জানালা থেকে উঁকি দিয়ে তার স্বামীকে গলায় আড়ার সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। পরে লোকজনকে খবর দিলে তারা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ নিয়ে যায়।

স্বামী-স্ত্রীর মধ্যে আমরা কোনো পারিবারিক ঝামেলা দেখি নাই। এই মৃত্যু আমাদের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে বাড়িওয়ালা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবে। তবে এ বিষয়ে বাড়িওয়ালা মো. ফজলুল করীম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে আশুলিয়া থানার (এসআই) উপ-পরিদর্শক মো. মাসুদ আল-মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content