চট্টগ্রাম

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে কেড়ে নিল ৫ দোকানির বেঁচে থাকার স্বপ্ন

  প্রতিনিধি ২৫ মে ২০২৪ , ৪:২০:০৭ প্রিন্ট সংস্করণ

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে কেড়ে নিল ৫ দোকানির বেঁচে থাকার স্বপ্ন

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যে ৫ দোকানের সর্বস্ব পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লক্ষাধিক বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। এ ঘটনায় সেলুনের দোকানের দুই কর্মচারী পুড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আহত দুজনকে চমেক প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। শুক্রবার (২৪ মে) রাত ৮টা ৪০ মিনিটের সময় বাঁশখালী পৌরসভাস্থ অলি মিয়ার দোকান এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম আলম মাস্টার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- জসিম উদ্দিনের লাইব্রেরি এন্ড স্টেশনারীর দোকান, আবু ছালেকের মুদির দোকান, মো. বেলাল উদ্দিনের অটোপার্টস ও তেলের দোকান, মো. জহিরের অটোপার্টসের দোকান, অধন ধরের সেলুনের দোকান। মো. বেলালের অটোপার্টসের দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

এ ঘটনায় ১০-১২ বছর বয়সী দুজন কিশোর অগ্নিকাণ্ডে আহত হয়েছে বলেও জানা যায়।বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার জানান, ‘অলিমিয়ার দোকান এলাকায় আলম মাস্টার মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এ ঘটনায় ৫টি দোকানের সর্বস্ব পুড়ে যায়। আহত হয় দু’জন।

আরও খবর

Sponsered content