চট্টগ্রাম

উপজেলা নির্বাচনে চার ম্যাজিস্ট্রেট থাকবেন চট্টগ্রামের চার উপজেলায়

  প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ৬:০৩:৪৭ প্রিন্ট সংস্করণ

উপজেলা নির্বাচনে চার ম্যাজিস্ট্রেট থাকবেন চট্টগ্রামের চার উপজেলায়

চট্টগ্রামের উপজেলা নির্বাচনে ৪ উপজেলায় ৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (২৭ মে) থেকে ৩১ মে পর্যন্ত মোট ৫ দিন দায়িত্ব পালন করবেন তারা।

রবিবার (২৬ মে) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে ৪৭টি জেলার ১১২টি উপজেলার মধ্যে ১১০ উপজেলার নির্বাচনী দায়িত্বে ১১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোন এলাকায় দায়িত্ব পালন করবেন তা উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রামের চার উপজেলায় নিয়োগ প্রাপ্তদের মধ্যে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন বোয়ালখালী উপজেলায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম আনোয়ারা উপজেলায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাররাহুম আহমেদ পটিয়া উপজেলায় এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম চন্দনাইশ উপজেলায় দায়িত্ব পালন করবেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা এসব অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে পারবেন।

আরও খবর

Sponsered content