প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ৩:৫৪:০৪ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ফুলবাড়ীতে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের উপকরণ প্রিজাইডিং অফিসারদের নিকট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলার মোট ৬৩ টি ভোট কেন্দ্রের উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কাজল রানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিউল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্রে ভোটের উপকরণ প্রেরণ করা হলো।
ভোটের ব্যালট পেপার ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ফুলবাড়ীতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৩ টি, ভোট কক্ষ ৪৩৫ টি। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৪১৮ জন। পুরুষ ৭৬ হাজার ২৭৩, মহিলা ৭৬২০৪ জন ও হিজড়া ১ জন।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচনের দিন পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ৬৩ টি ভোট কেন্দ্রে বিজিবি মোতায়েন থাকবে ২ প্লাটুন, বাংলাদেশ পুলিশের ১১ জন পুলিশ পরিদর্শকসহ মোট ৩১৭ জন, আনসার বাহিনীর সদস্য থাকবে ৯০০ জন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে ৫ জন।