রংপুর

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের এম.বি.বি.এস কোর্সের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত

  প্রতিনিধি ৫ জুন ২০২৪ , ৫:৪৫:১৩ প্রিন্ট সংস্করণ

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের এম.বি.বি.এস কোর্সের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ২০২৩-২০২৪ সেশন, ১ম বর্ষ, ৩৩তম ব্যাচ-এর ছাত্র-ছাত্রীদের এম.বি.বি.এস কোর্স-এর ওরিয়েন্টেশন ও পরিচিতিমূলক ক্লাশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

৫ জুন বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মাল্টিপারপাস অডিটোরিয়ামে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আয়োজনে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এফ এম নুরউল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আলহাজ অধ্যাপক ডা. সৈয়দ নাদির হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) দিনাজপুর জেলা শাখার সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক ডা. বিকে বোস, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. কান্তা রায় রিমি, কলেজের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. নুরুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, স্বাচিপ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. আব্দুস সালাম, সহযোগী অধ্যাপক ডা. জিয়াউল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাইফুর রহমান নয়ন প্রমুখ।

এ ছাড়া বক্তব্য রাখেন শিক্ষক, চিকিৎসক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী। সঞ্চালনা করেন ডা. নুরুল ইসলাম ও ডা. আনিকা।

আরও খবর

Sponsered content