প্রতিনিধি ৫ জুন ২০২৪ , ৭:৫৮:০৭ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় নবরত্ন নামের একটি ৫তলা ভবন হেলে পড়েছে। চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল বড়ুয়া পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন ভবনটি হেলে পড়ার ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এক বাসিন্দা বলেন, পাশে অবস্থিত কাতার প্রবাসী সুমনের বিল্ডিংয়ের ওপর হেলে পড়ায় নবরত্ন ভবনের কারণে আতঙ্কে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে ভাড়াটিয়ারা।
এ নিয়ে ভবনের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এ বিষয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: বাহার জানান, এই বিষয়ে এলাকাবাসীর তরফ থেকে কোন অভিযোগ এখনও পাইনি।
অভিযোগ পেলে আমরা পরিদর্শনে যাবো । এ বিষয়ে বাড়ির মালিককে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি।