চট্টগ্রাম

আধুনিক ভূমি সেবা বর্তমান সরকারের সফলতার বড় নজির : ভূমিমন্ত্রী

  প্রতিনিধি ১২ জুন ২০২৪ , ৭:৫৬:৫২ প্রিন্ট সংস্করণ

আধুনিক ভূমি সেবা বর্তমান সরকারের সফলতার বড় নজির : ভূমিমন্ত্রী

ভূমি সেবাকে সহজ ও মানসম্পন্ন করে জনবান্ধব গড়ে তোলার জন্য সরকারের আন্তরিকতা ও প্রচেষ্টার কমতি নেই। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে ও সরাসরি নির্দেশনায় দেশের ভূমিসেবা আজ স্মার্ট ও সহজলভ্য হয়েছে।

এসিল্যান্ডরা এ সেবাকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে দাবি করেছে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে ভূমি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত স্মার্ট বাংলাদেশ: স্মার্ট ভূমিসেবা ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। এ সুন্দর চট্টগ্রামকে আরও সুন্দর করে সাজাতে চাই। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই। তিনি বলেছেন, দেশে একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। তিনি কথা রেখেছেন, চট্টগ্রামকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হচ্ছে।

নদী, পুকুর ও জলাশয় সংরক্ষণের বিষয়ে কঠোর বার্তা দেন মন্ত্রী। ফসলি জমি ও কৃষি জমির শ্রেণি পরিবর্তন কঠোরভাবে রোধ করতে হবে। যেভাবে কৃষি জমি চলে যাচ্ছে, ৫০ থেকে ৭০ বছর পর আর কোনও কৃষি জমি থাকবে না। তাই আমাদের সজাগ হতে হবে। কোনোভাবেই যাতে মাটি ভরাট করে কৃষি ও ফসলি জমি নষ্ট করা না হয়। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান’র সভাপতিত্বে উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতেমা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় বক্তৃতা করেন।

এসময় অসংখ্য ভূমি সেবাগ্রহীতা সেখানে উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন। এছাড়াও মহানগরে ভূমিসেবা প্রদানকারী বিভিন্ন সার্কেলের ভূমি অফিসের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে সনদ প্রদানের শেষে তিনি ভূমিসেবার সকল স্টল ঘুরে দেখেন।

আরও খবর

Sponsered content