প্রতিনিধি ১২ জুন ২০২৪ , ৮:০০:৪৩ প্রিন্ট সংস্করণ
দেবীদ্বার থানা পুলিশের অভিযানে ৭ ভরি সোনা ৮ ভরি রৌপ্যের অলংকার উদ্ধার করা হয়েছে।
এসময় অভিযুক্ত ৪ চোরকে আটক করা হয়। তারা হচ্ছে- কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামের মফিজ মাস্টারের বাড়ির শাহজাহানের ছেলে রবিউল (৩৫), জাহাঙ্গীর মিয়ার ছেলে সোহাগ (৩২), আলী আকবরের ছেলে অলি উল্লাহ (৩৫) ও চান্দিনা উপজেলার ছায়কুট গ্রামের আবদুল করিমের ছেলে সোহেল রানা (৪২)।
উল্লেখ্য গত ২০ এপ্রিল অনুমান সকাল ১০টায় উপজেলার নবিয়াবাদ গ্রামের মফিজ মাস্টারের বাড়ির ওমান প্রবাসী মো. সাদ্দাম হোসেনের ঘরে তালা ভেঙ্গে একদল চোর ঘরের আলমিরা, সুটকেস ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তখন বাড়ির লোকজন অন্যত্র বেড়াতে গিয়েছিলেন। ওমান প্রবাসী সাদ্দাম হোসেনের স্ত্রী রুমি আক্তার বাদী হয়ে একই বাড়ির ৩ জনসহ ৪ জনকে অভিযুক্ত করে গত ১১ জুন একটি মামলা দায়ের করেছিলেন।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন মিয়া জানান, নবিয়াবাদ গ্রামের ওমান প্রবাসী সাদ্দাম হোসেনের স্ত্রী রুমি আক্তার বাদী হয়ে একই বাড়ির ৩ জনসহ ৪ জনকে অভিযুক্ত করে গত ১১ জুন মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত ভোর রাতে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ বুধবার গ্রেফতারকৃতদের উদ্ধার হওয়া মালামালসহ আদালতে প্রেরণ করা হয়েছে।