প্রতিনিধি ২২ জুন ২০২৪ , ৩:০৬:১৪ প্রিন্ট সংস্করণ
মধ্য আমেরিকায় ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ। অবিরাম বৃষ্টিতে নদী প্লাবিত হয়ে ভেসে গেছে জনপদ। কয়েকটি স্থানে ভূমিধসও হয়েছে। শুক্রবার (২১ জুন) এই তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
সালভাদোরান কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১৯ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ছয়টি শিশু রয়েছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ।
শুক্রবার এল সালভাদরের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লুইস আমায়া শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আমাদের অবশ্যই আগে মানুষের জীবন বাঁচাতে হবে। বস্তুগত সম্পদ আসে আর যায়। তবে আমাদের এখন জীবন রক্ষাকে প্রাধান্য দিতে হবে।’
ওইদিন ১০ জনের মৃত্যুর কথা জানিয়েছে গুয়াতেমালার কর্তৃপক্ষ জানিয়েছে। সেখানকার প্রায় ১১ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রতিবেশী হন্ডুরাসে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরিয়ে নেওয়া হয়েছে আরও এক হাজার ২০০ জনের বেশি মানুষকে। বৃষ্টিতে দেশটির ১৮০টি সম্প্রদায় যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধ্বংস হয়ে গেছে ২২টি বাড়ি।
মেক্সিকো কর্তৃপক্ষ দেশটির অধিকাংশ অংশ জুড়ে প্রবল বৃষ্টি এবং প্রশান্ত মহাসাগরীয় ও আটলান্টিক উপকূলের অংশ জুড়ে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
সূত্র: রয়টার্স