চট্টগ্রাম

কর্ণফুলী থেকে ১২শ কেজি গম উদ্ধার

  প্রতিনিধি ২২ জুন ২০২৪ , ৭:৪০:৪৩ প্রিন্ট সংস্করণ

কর্ণফুলী থেকে ১২শ কেজি গম উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১২শ কেজি গম উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। একই সময়ে একটি ইঞ্জিনচালিত কাঠের তৈরী পুরাতন নৌকা জব্দ করেছেন। শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ৯ টার সময় কর্ণফুলী থানাধীন বদলপুরস্থ মেরিন একাডেমি ঘাট সংলগ্ন নদী থেকে তা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ।

অভিযান সূত্রে জানা যায়, গতরাত সাড়ে ৯ টার দিকে কর্ণফুলী থানাধীন বদলপুরস্থ মেরিন একাডেমি ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিনচালিত কাঠের তৈরী পুরাতন নৌকায় রক্ষিত ১২০০ কেজি গম জব্দ করা হয়। জব্দকৃত গমের আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা। এ সময় নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে চোরাই কারবারিরা পালিয়ে যান।

এ বিষয়ে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ‘গম জব্দের বিষয়ে কর্ণফুলী থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তাছাড়া নিয়মিত অভিযান অব্যাহত রাখা হয়েছে।

আরও খবর

Sponsered content