প্রতিনিধি ২৯ জুন ২০২৪ , ৭:৪৪:২২ প্রিন্ট সংস্করণ
ফটিকছড়ির ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিশিষ্ট দানবীর ও শিপিং ব্যবসায়ী, রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভাপতি রোটারিয়ান মো. জামাল উদ্দিন সিকদারের ব্যক্তিগত ৩৩ লক্ষ টাকা অর্থায়নে নবনির্মিত রোটারিয়ান জামাল উদ্দিন সিকদার অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে।
(২৯ জুন) শনিবার সকালে ফলক উন্মোচন ও ফিতা কেটে অডিটোরিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মুহুরী।
বিদ্যালয়ের সভাপতি তাপস চন্দ্র বাবুর সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য লোকমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মতিউর রহমান, চট্টগ্রাম কর আপীল জোনের কর কমিশনার সামিনা ইসলাম, ভূজপুর থানার ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, ফটিকছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আকতার নুপুর, সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহনেওয়াজ, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বশর ও বিদ্যালয়ের সাবেক সভাপতি কবির আহমদ সওদাগর।
ক্লাবের পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন- চার্টার প্রেসিডেন্ট ও সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান,পিপি ইন্জিনিয়ার আমজাদ হোসেন, নির্বাচিত সভাপতি এস এম জমির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাউদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ বেলাল, ডাইরেক্টর ইকরাম পাশা,রোটারিয়ান এস এম সাজ্জাদ, রোটারিয়ান আহমেদ ইসমাইল।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর আব্দুল হালিম, ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি তরুণ কিশোর দেব, ভূজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ উল্লাহ, প্রধান শিক্ষক লিটন কুমার দে, শিক্ষার্থী তোহা সিকদার।
উল্লেখ্য যে, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং প্রেসিডেন্ট জামাল উদ্দীন সিকদারের অর্থায়নে ইতিমধ্যে ভূজপুরে অসহায় দুটি পরিবার কে গৃহনির্মাণ করে দেয়া, দুটি যাত্রী ছাউনি নির্মাণ, ফটিকছড়ির বিভিন্ন স্কুলে ও মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরণ, স্কুলে লাইব্রেরি স্হাপন, সাইন্স ল্যাবরেটরী স্হাপন, চিকিৎসা ক্যাম্প, স্কুল ছাত্র ছাত্রীদের মধ্যে রেইনকোট ও ছাতা বিতরণ, চট্টগ্রাম নগরীতে ৩০০ ছেলে মেয়ে বিভিন্ন ট্রেডে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।