চট্টগ্রাম

চট্টগ্রামে চসিক নিয়ে এলো পে-পার্কিং

  প্রতিনিধি ৩০ জুন ২০২৪ , ৬:৩৯:৫১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে চসিক নিয়ে এলো পে-পার্কিং

যানজট কমানোর উদ্যোগ হিসেবে চট্টগ্রামে পে-পার্কিং সেবা চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। রোববার (৩০ জুন) হোটেল আগ্রাবাদের ইছামতী হলে মেয়র রেজাউল করিম চৌধুরী ‘ইয়েন পার্কিং‘ নামক এ স্মার্ট পে পার্কিংয়ের উদ্বোধন করেন।

পে-পার্কিং উদ্বেধনকালে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, যানজট ও দখলমুক্ত নগরী গড়তে কর্পোরেশন আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ‘সড়ক ও ফুটপাত হকারমুক্ত করছি। হকারদের জন্য নাইট মার্কেট, হলিডে মার্কেট চালুর পরিকল্পনা নিচ্ছি। বহুতল পার্কিং গড়ে তুলতে বড় সমস্যা জায়গার অভাব। আখতারুজ্জামান ফ্লাইওভারে স্পিড লিমিট ক্যামেরা বসানোর উদ্যোগ নিচ্ছি। স্মার্ট পে পার্কিং নবযুগের সূচনা করছে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ ও সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী শাহিনুল ইসলাম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন প্রমূখ।

সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পে পার্কিং চালু থাকবে। পে পার্কিং শুধু চসিকের আয় বাড়াবে না, গাড়ির নিরাপত্তাও নিশ্চিত হবে। মোবাইল অ্যাপের মাধ্যমে পার্কিং সুবিধা ও ডিজিটাল কার্ডে পেমেন্ট করতে পারবেন। নাগরিকরা নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগেই পার্কিংয়ের বিষয়ে নিশ্চিত হতে পারবেন। এতে সময়ের অপচয় ও দুশ্চিন্তা হবে না।

পে পার্কিং এলাকায় সিসিটিভি এবং নিজস্ব এজেন্ট থাকবে। যাদের স্মার্ট ফোন থাকবে না তারা এজেন্টের সহায়তায় বুকিং ও নগদে ফি পরিশোধ করতে পারবেন।

আরও খবর

Sponsered content