চট্টগ্রাম

মাদ্রাসা ছাত্রদের মাঝে বাকলিয়া লায়ন্সের মৌসুমী ফল বিতরণ

  প্রতিনিধি ২ জুলাই ২০২৪ , ৬:৪৯:০৭ প্রিন্ট সংস্করণ

মাদ্রাসা ছাত্রদের মাঝে বাকলিয়া লায়ন্সের মৌসুমী ফল বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার উদ্যোগে চট্টগ্রাম নগরীতে অবস্থিত “কামালে ইশকে মুস্তফা সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল মাদ্রাসা” প্রাঙ্গনে এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মঙ্গলবার (২ জুলাই) সকালে মৌসুমি ফল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫- বি৪ এর এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অডিনেটর লায়ন মো. হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন সেলিম উদ্দীন শিকদার এমজেএফ, কামালে ইশকে মুস্তফা সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তোয়াহা মুহাম্মদ মুদাচ্ছির, জোন চেয়ারপার্সন লায়ন হুমায়ুন কবির হিমু, ক্লাব সভাপতি লায়ন লুভনা হুমায়ুন সুমি, ক্লাব সেক্রেটারি লায়ন ইমরুল চৌধুরী এমজেএফ, লায়ন হাফেজ মো. ইসমাইল, লায়ন তাপস কান্তি তালুকদার, মাদ্রাসার পক্ষে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, মো. আবুল কাশেম,সিকান্দারুল হক রুমু, ছৈয়দুল আলম প্রমুখ।

আরও খবর

Sponsered content