চট্টগ্রাম

অগ্নিকাণ্ডে পুড়েছে সব বই ও শিক্ষা উপকরণ, ধ্বংসস্তূপ হাতড়ে চলেছে রাইসা

  প্রতিনিধি ৪ জুলাই ২০২৪ , ৪:৩৩:১৫ প্রিন্ট সংস্করণ

অগ্নিকাণ্ডে পুড়েছে সব বই ও শিক্ষা উপকরণ, ধ্বংসস্তূপ হাতড়ে চলেছে রাইসা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের বেগম বাজার এলাকায় বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল পৌনে ১১টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে ৬টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ওই ঘরগুলির মধ্যে একটি ঘর ছিল দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী সাদিয়া সুলতানা রাইসার। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নিভানোর পর ধ্বংসস্তুপ হাতড়ে পোড়া বই ও শিক্ষা উপকরণ হাতড়ে দেখছে রাইসা। কান্নাজড়িত কন্ঠে সে জানায়, “আমার অর্ধবার্ষিক পরীক্ষা চলছে।

আগুনে ঘরের মূল্যবান জিনিসগুলোর সঙ্গে আমার সব বই, খাতা ও গাইড পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল পরীক্ষা শুরু হয়েছে। কীভাবে আমি বাকী পরীক্ষাগুলো দেব? বছরের ৭মাস চলছে, কী ভাবে বই জোগাড় করে পড়াশোনা করব? জানি না, স্কুল থেকে আবার নতুন বই পাবো কিনা?”

দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রাইসা যাতে নতুন বই পায় এবং শিক্ষা উপকরণ কিনে যাতে পরীক্ষা চালিয়ে যেতে পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি।”