প্রতিনিধি ৬ জুলাই ২০২৪ , ৫:১৬:৫৯ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পুনরায় নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডিএমপি কমিশনার।
শুক্রবার (৫ জুলাই) বিকালে আইজিপির মিন্টু রোডের সরকারি বাসভবনে ডিএমপি কমিশনার (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ডিএমপি মিডিয়া সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া সেল- এর পুলিশ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম খান।