চট্টগ্রাম

দোহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের অর্থ সহায়তা প্রদান

  প্রতিনিধি ৬ জুলাই ২০২৪ , ৬:৪৮:০৬ প্রিন্ট সংস্করণ

দোহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের অর্থ সহায়তা প্রদান

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেগম বাজার এলাকায় বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দীন আহমেদ।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মধ্যে তিনটি পরিবারকে পাঁচ হাজার করে পনের হাজার এবং দুইটি পরিবারকে সাড়ে সাত হাজার করে পনের হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন তিনি।

এসময় দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম, পৌরসভা আ.লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মোহাম্মদ আলমগীর, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, সাবেক জাতীয় ফুটবলার শওকত খান, ব্যবসায়ী নেতা আরিফুল ইসলাম সুমন, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন জিকু, ব্যবসায়ী আব্দুল আজিজ সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বর্তমানে খোলা আকাশের নিচে বসবাসরত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুনভাবে ঘর তৈরির নির্দেশনা দেওয়ার পাশাপাশি সরকারি সহযোগিতা পেতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ।

আরও খবর

Sponsered content