প্রতিনিধি ৮ জুলাই ২০২৪ , ৭:১৪:২০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামের হাসেম মেম্বারের বাড়ির জাহাঙ্গীর ও রোজিনা আকতারের ছেলে মিসকাতুল ইসলাম মিনহাজ (২৪) এর খোঁজে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার।
জিডি থেকে জানা যায়, ৬ জুলাই শনিবার সকালে স্বাভাবিক ভাবে বাড়ি থেকে বের হন মিনহাজ। এরপর সে আর ফেরেননি। নিখোঁজের পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
মিনহাজের ছোট বোন কাইফা আক্তার বলেন, পড়াশোনায় সে ডিপ্লোমা শেষ করেছেন। পাশাপাশি সে আবুল খায়ের কোম্পানিতে মার্কেটিং এস আর পদে চাকরি করত।
এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন জানান, মিনহাজ নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাঁকে উদ্ধার করতে কাজ করছে পুলিশ।