বাংলাদেশ

‘ড্রাইভারের মাধ্যমে পিএসসির চেয়ারম্যানরা টাকা নিতেন কিনা দেখতে হবে’ 

  প্রতিনিধি ৯ জুলাই ২০২৪ , ৫:২৪:২৭ প্রিন্ট সংস্করণ

‘ড্রাইভারের মাধ্যমে পিএসসির চেয়ারম্যানরা টাকা নিতেন কিনা দেখতে হবে’ 
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, প্রশ্নফাঁসে জড়িতের অভিযোগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের ড্রাইভারসহ বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নফাঁসে পিএসসির চেয়ারম্যানরাও জড়িত ছিলেন কিনা সেটি খতিয়ে দেখতে হবে। ড্রাইভারের মাধ্যমে তারা টাকা নিতেন কিনা গভীর ভাবে খতিয়ে দেখতে হবে সরকারকে।  

মঙ্গলবার দুপুরে হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, চালক সৈয়দ আবেদ আলী যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে বলেছেন, প্রশ্নফাঁসের যে টাকা ইনকাম করেছেন, সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। এর চেয়ে দুঃখজনক কথা বা এরকম দেশ পৃথিবীর কোথাও নেই। তিনি অবৈধ টাকা আয় করে সগৌরবে কথা বলছেন।  

‘একজন এমপি হিসেবে, একজন ব্যারিস্টার হিসেবে আমি মনে করি, এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে এটা ছড়িয়ে দিতে চাই। আমি দেখতে চাই কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। না হলে প্রধানমন্ত্রী ও চিফ জাস্টিসের কাছে যাব। কেননা এভাবে একটা দেশ চলতে পারে না’।

প্রশ্নফাঁস তদন্তে কমিটি গঠনের সমালোচনা করে সুমন বলেন, যারা চোর, পুলিশ তাদের ধরবে। কমিটি করার দরকার কী। কমিটি করা মানে ঘটনা হজম করার জন্য সময় নেওয়া।

আরও খবর

Sponsered content