প্রতিনিধি ৯ জুলাই ২০২৪ , ৭:৫৮:৪৮ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ড.মোঃ আতোয়ার রহমানকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগণ।
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০টায়
ড. শেখ ফজলুল করিম সেলিম ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা ও দায়রা জজকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি ও জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এড. এম এম নাসির আহমেদের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো. আতোয়ার রহমান।
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. এম জুলকদর রহমানের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) মো. হায়দার আলী খোন্দকার, গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি এড. মুন্সী আতিয়ার রহমান, বারবার নির্বাচিত সাবেক সভাপতি এড, সুনীল কুমার দাস, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি, সিনিয়র আইনজীবী এড. চৌধুরী খসরুল আলম, জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. মো. আজগর আলী খান।
এসময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু ইব্রাহিম, যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) মো. সাইদুর রহমান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ মামুন, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. এনায়েত উল্লাহ, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান, সিনিয়র সহকারী জজ (গোপালগঞ্জ সদর) মো. মেহেদী হাসান, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সহকারী জজ) মো. সফিকুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা রোজী, অনুশ্রী রায়, রেজাউল করিম বাঁধন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ, মতিউর রহমান, ফাহমিদা পিয়া, মাসুমা রহমান, আফরোজা বিনতে শহীদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবির হোসেন সহ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো. আতোয়ার রহমান তার বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূণ্যভূমি, গর্বিত গোপালগঞ্জ জেলায় সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে তাকে নিযুক্ত করায় তিনি গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সকল সদস্যগণের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। আদালতে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।