ঢাকা

গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভাজনে বৃক্ষ রোপণে জেলা প্রশাসক

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৪ , ৮:১০:৪২ প্রিন্ট সংস্করণ

গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহা সড়কের বিভাজনে বৃক্ষ রোপণে জেলা প্রশাসক

নানা কারণে ঢাকা ময়মনসিংহ সড়কের বৃক্ষ মারা যাচ্ছে প্রতিদিন। রাস্তার পাশের সব দোকানের ময়লা ফেলা হয় সড়ক বিভাজনের মধ্যেই। পলিথিন, নারকেলের খোসা, প্লাস্টিক, ডিমের পচা অংশ, গৃহস্থালির বর্জ্য সহ কাচের ভাঙ্গা অংশও এই ময়লার অন্তর্ভূক্ত। গাছের গোড়ায় পচন ধরে বৃক্ষ মারা যায় আবার অনেক সময় ভেঙ্গে ফেলেও বৃক্ষকে ধ্বংস করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মরে যাওয়া ও নষ্ট হওয়া বৃক্ষের জায়গায় আবার বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয় । এই উদ্যাগে সাড়া দেয় কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ । সহযোগিতায় এগিয়ে আসে বাংলাদেশ নদী পরিব্রাজক দল।

বৃহস্পতিবার বৃক্ষ রোপণের উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম । এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আরেফিন বাদল, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন।

বৃক্ষ রোপণের অংশ হিসেবে জেলা প্রশাসক গাজীপুর সদরের মেম্বারবাড়ি এলাকায় নিজ হাতে রাস্তার বিভাজনে একটি বকুল ও একটি কৃষ্ণচূড়া গাছ রোপণের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন ঘোষনা করেন।

ঢাকা ময়মনসিংহ সড়কের প্রায় দশ কিলোমিটার অঞ্চল জুড়ে এম এন্ড জে গ্রুপের কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ বৃক্ষ রোপণ করবে বলে তারা জানায়।  

এ সময় চাইল্ড কেয়ার স্কুলের শিশুরা এসে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সাথে বৃক্ষ রোপণে অংশ নেয়।

বৃক্ষ রোপণ শেষে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ এর ইটিপি পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক সহ উপস্থিত সবাই।

কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লিঃ এর পক্ষে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিওও জেনিথা, হেড অফ এইচআর এ্যাডমিন এ্যান্ড সাসটেইনেবিলিটি মেজর (অবঃ) মোঃ ইমতিয়াজ ইসলাম, পরিবেশ বিষয়ক হেড সাঈদ চৌধুরী ও আরও অন্যান্যরা।

আরও খবর

Sponsered content