রংপুর

উলিপুরে বিভিন্ন রোগে আক্রান্ত রুগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৪ , ৫:১১:৫৭ প্রিন্ট সংস্করণ

উলিপুরে বিভিন্ন রোগে আক্রান্ত রুগীদের মাঝে অনুদানের চেক বিতরণ

“শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন রোগে আক্রান্ত রুগীদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অডিটরিয়াম হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্‌রোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় ৩৭ জন আক্রান্ত রুগীদের প্রতিজনকে ৫০ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফর রহমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা এ,এইচ,এম এনামুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল হক বাচ্চু ও আওয়ামী লীগ নেতা পার্থ সারথি সরকার প্রমুখ।

আরও খবর

Sponsered content