রংপুর

উলিপুরে কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার সমাপনী

  প্রতিনিধি ৩১ জুলাই ২০২৪ , ৬:২৭:০৯ প্রিন্ট সংস্করণ

উলিপুরে কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার সমাপনী

কুড়িগ্রামের উলিপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৩১ জুলাই) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দান ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ ডাঃ মোঃ মামুনুর রহমান উপ-পরিচালক (ভারঃ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রাম। 

বিশেষ অতিথি হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ এ,কে,এম মুবিনুজ্জামান চৌধুরী অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রাম, কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রাম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কৃষিবিদ খালেদা খাতুন

প্রমূখ। উল্যেখ্য যে, উপজেলা চত্বরে তিন দিনব্যাপী এই কৃষি মেলায় ১২ স্টল স্থান পেয়েছিলো। এ সকল স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী সবুজ গাছের সমারহে ঢেকে ছিল। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে স্টল মালিক এবং কৃষকের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content