প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৬:০৪:২১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িস্থ নুর আহমদ সড়কের নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটেছে।
নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বলেন, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে হামলা ভাঙচুর ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তাদের সঙ্গে বেশ কয়েকজন পুলিশ সদস্যও ছিলো। তারা কোন বাধা দেননি।
এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর নাছির, নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও বর্তমান আহ্বায়ক এরশাদ উল্ল্যাহর বাসভবনে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার জন্যও বিএনপির পক্ষ থেকে সরকারদলীয় নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।