ঢাকা

ধানমন্ডি ৩২, আ.লীগের কেন্দ্রীয় ও ধানমন্ডি কার্যালয়ে ভাঙচুর-আগুন

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৪ , ৬:২০:১৫ প্রিন্ট সংস্করণ

ধানমন্ডি ৩২, আ.লীগের কেন্দ্রীয় ও ধানমন্ডি কার্যালয়ে ভাঙচুর-আগুন

সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং ধানমন্ডি ৩ নম্বরে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। সোমবার (৫ আগস্ট) দুপুরের পর এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট্র সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা হয়। ভবনটির বিভিন্ন তলায় ও রুমে ভাঙচুর করা হয়েছে। পরে পুরো ভবনে আগুন দেওয়া হয়।

এ ছাড়া ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিও ভাঙচুর করা হয়েছে। আশপাশের ভবনেও আগুন দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কেউ নাম প্রকাশ করে কেউ কথা বলতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্টাফ জানান, অনেক মানুষ এসে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলা করে। তারা ভাঙচুর করে দুটো ভবনেই আগুন ধরিয়ে দেয়। আমরা তিনজন স্টাফ দ্রুত বের হয়ে এসেছি।

আরও খবর

Sponsered content