প্রতিনিধি ৬ আগস্ট ২০২৪ , ৬:১২:৪৭ প্রিন্ট সংস্করণ
শেখ হাসিনার পদত্যাগের খবরে গতকাল সোমবার হাজার হাজার মানুষ বগুড়া শহরে উৎসব শুরু করেন। এ সময় কিছু উত্তেজিত জনতা বগুড়া সদর থানা, সদর ফাঁড়ি, ট্রাফিক পুলিশ কার্যালয়, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় এবং পিবিআই কার্যালয় আগুনে পুড়িয়ে দেন। এ ঘটনায় নিরাপত্তার কারণে বগুড়া সদর উপজেলার পুলিশ সদস্যদের পুলিশ লাইন্সে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বগুড়া শহর ঘুরে দেখা গেছে, জেলা পুলিশের কোনো কার্যক্রম নেই। শহরের যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থী এবং সাধারণ মানুষজন স্বেচ্ছাসেবী হিসেবে। এমনকি পুলিশ সুপার কার্যালয়েও ঝুলছে তালা।
বগুড়া শহরের সূত্রাপুর এলাকার বাসিন্দা রেমি খাতুন জানান, এই মুহূর্তে দেশ খুব সংকটকাল পাড়ি দিচ্ছে। এখন চারদিকে লুটপাটের গুজব শোনা যাচ্ছে। আন্দোলকারীদের মাথায় কাঁঠাল রেখে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করছেন। এটা ভয়াবহ। দুষ্কৃতকারীদের কারণে বগুড়ার মতো গুরুত্বপূর্ণ শহরে পুলিশের কার্যক্রম না থাকা শঙ্কার। বিষয়টি জরুরি ভিত্তিতে প্রশাসনকে দেখতে হবে।’