প্রতিনিধি ১০ আগস্ট ২০২৪ , ৭:৩৪:২০ প্রিন্ট সংস্করণ
প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রিফাত আহমেদকে নিয়োগের দাবি আদায়ে রবিবার (১১ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে রাজপথ ছেড়ে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টায় হাইকোর্টেরটের সামনে শিক্ষা চত্বরে এই আল্টিমেটাম ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।
তিনি বলেন, ‘আমরা আমাদের দাবি ঘোষণা করেছি, সৈয়দ রিফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে হবে। সময় পেরিয়ে গেলোও আমাদের দাবি মানা হয়নি। আমরা আগামীকাল সকাল ৯টা পর্যন্ত সময় দিলাম, এর মধ্যে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রিফাত আহমেদকে নিয়োগসহ বাকি দাবিগুলো না মানলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।’ কর্মসূচি কী ধরনের হবে, সেটি পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। এরপর আন্দোলনকারীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে রওনা হন।
এর আগে, বিকাল পৌনে ৪টায় তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি জানান। দাবিগুলো হলো– আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচার বিভাগ পুনর্গঠন করতে হবে; আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে নিরস্ত্র করে পুনর্গঠন করতে হবে, যেই পুলিশ হবে জনতার পুলিশ; সারা দেশে একটি কুচক্রী মহল সংখ্যালঘুদের ওপর হামলা চালানোর মাধ্যমে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলন করেছে, তারা হামলার পক্ষে না। আমরা দেখেছি, সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা চাচ্ছে, নিরাপত্তার জন্য দাবি তুলেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের সঙ্গে বসে দাবি মেনে নিন, তাদের নিরাপত্তা নিশ্চিত করুন।