আন্তর্জাতিক

দ্য প্রিন্টে প্রকাশিত শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা: জয়

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৪ , ৫:৩৫:০৭ প্রিন্ট সংস্করণ

দ্য প্রিন্টে প্রকাশিত শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা: জয়
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে ও পরে এখন পর্যন্ত কোনও বিবৃতি দেননি বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। রবিবার (১০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রাত ১১টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এই বার্তা দেন। তিনি লিখেছেন, ‘আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি সম্প্রতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তার (শেখ হাসিনা) সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনও বিবৃতি দেননি।’

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। এখনও সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা।

রবিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত করার জন্য শেখ হাসিনা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘শেখ হাসিনা বলেছেন, তিনি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতেন, তাহলে ক্ষমতায় থাকতে পারতেন।’

দ্য প্রিন্টের প্রতিবেদন নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে খবরের প্রেক্ষিতেই রবিবার রাতে এই  বার্তা দেন জয়।

এদিকে এর কিছুক্ষণ আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় আগামী ১৫ অগাস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেন জয়।

আরও খবর

Sponsered content