চট্টগ্রাম

দেবিদ্বারে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৪ , ৬:৪০:১৪ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বারে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার সকাল থেকে দেবিদ্বার মুক্তিযুদ্ধা চত্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এছাড়া ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে কোনো প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলুর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা রবিউল আউয়াল সাইফুলের পরিচালনায় ওই সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক পৌর বিএনপির সভাপতি অধ্যাপক সুলতান কবির আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, বিএনপি নেতা সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, মো. নজরুল ইসলাম, যুবদল নেতা এডভোকেট আনিছুজ্জামান, সালাউদ্দিন রুহুল ও মোঃ জাকির হোসেন প্রমুখ।

আরও খবর

Sponsered content