ঢাকা

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি 

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৪ , ৭:৫৯:২৭ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি 

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দোষীদের বিচারের দাবিতে আশুলিয়ায় বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে এই কর্মসূচি করেন তারা। এসময় অবস্থান কর্মসূচিতে যোগ দেন ঢাকা-১৯ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

স্বেচ্ছাসেবক দল আশুলিয়া থানা কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমানের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি করেন। এরপরে একটি মোটরসাইকেল শোডাউন বের করেন। শোডাউনটি সরকার মার্কেট এলাকা থেকে শুরু করে ইউনিক, বগাবাড়ি, বাইপাইল ও নবীনগর মহাসড়ক প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়। 

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সদস্য সচিব মো. আসাদুজ্জামান মোহন, সংগঠনটির আশুলিয়া থানা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হানিফ রানা, 

যুগ্ম আহবায়ক বাবুল হোসেন, মো. সৈয়দ আরিফ, সদস্য মো. কামরুল হাসান, মো. লুৎফর রহমান, মো. মোজাম্মেল হোসেন, মো. কবির হোসেন ও মো. সবুজ সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন।

ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, ছাত্র-জনতার জন্যই বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীনতা লাভ করেছে। তবে, এই স্বাধীনতা অর্জণ করতে গিয়ে অকালে ঝড়ে গেছে অসংখ্য তাজা প্রাণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই হত্যাযজ্ঞ চালানো হয়। এজন্য শেখ হাসিনাসহ জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই। এছাড়া এই অঞ্চলে কোন প্রকার নাশকতা যেন না ঘটতে পারে, এই জন্য তিনি নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখার আহবানও জানান।

আরও খবর

Sponsered content