চট্টগ্রাম

চট্টগ্রাম বেতারের কলাকুশলীদের মানববন্ধন

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৪ , ৬:৫৩:১৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বেতারের কলাকুশলীদের মানববন্ধন

চাকুরীতে পদোন্নতিবঞ্চনাসহ নানা বৈষম্য নিরসনের দাবীতে মানববন্ধন কর্মসূচি বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তা,কর্মচারী,নিজস্ব শিল্পী এবং কলাকুশলীদের চাকুরীতে পদোন্নতিবঞ্চনাসহ নানা বৈষম্য নিরসনের দাবীতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১৯ আগস্ট) সকালে নগরীর আগ্রাবাদ চট্টগ্রাম কেন্দ্রের মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচীতে কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হক বেতারের নানাবিধ সমস্যার কথা তুলে ধরে তা নিরসনে বর্তমান অন্তবর্তীকালীণ সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে বেতারের কর্মকর্তা, কর্মচারী,নিজস্ব শিল্পী এবং কলাকুশলীবৃন্দ বিভিন্ন ব্যানার এবং প্লাকার্ডের মাধ্যমে ব্যাচভিত্তিক পদোন্নতি,উপসচিব পদে ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি এবং একীভূত বিসিএস (তথ্য) ক্যাডার বাস্তবায়ন করাসহ বৈষম্য নিরসনে দাবিসমূহ তুলে ধরেন ।

এছাড়া কর্মসূচীতে নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত নিয়োগবিধি বাতিলপূর্বক পুন:সংশোধন করা এবং বেতারের নিজস্ব শিল্পীদের পদ স্থায়ীকরণ ও পদোন্নতির ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাস,আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মো.আব্দুল হালিম, আঞ্চলিক প্রকৌশলী মো. আসিফুর রহমানসহ বেতারের কর্মকর্তা,কর্মচারী, নিজস্ব শিল্পী এবং কলাকুশলীবৃন্দ অংশ নেন।

আরও খবর

Sponsered content