প্রতিনিধি ২০ আগস্ট ২০২৪ , ৩:৩৮:৫৪ প্রিন্ট সংস্করণ
সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত সাংবাদিকেরা হামলা ও নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন। শুধু রাজধানীতেই নয় সারা দেশেই একই ঘটনা ঘটছে। পেশাগত দায়িত্ব পালনে তাঁদের উপর আক্রমণ খুবই উদ্বেগের।
গণমাধ্যমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এসময় বক্তারা আরো বলেন, গতকাল দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণ্য কাজ। আকস্মিকভাবে একটি মিছিল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিসে গিয়ে লাঠিসোটা হামলা চালায় আর সেখানে টেবিল, কম্পিউটার, এসিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী ভাঙচুর করে। পরে মিডিয়া প্রাঙ্গণে রাখা ২০থেকে ২৫টি গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এই ঘটনায় কেউ হতাহত না হলে ও সাংবাদিকদের মধ্যে আতংক বিরাজ করছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, কালের কণ্ঠের সাংবাদিক মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক কৌশিক দাস, উজ্জ্বল তঞ্চঙ্গ্যা সহ প্রমুখ।
মানববন্ধন থেকে গণমাধ্যমের উপর হামলায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানানো হয়।