প্রতিনিধি ২১ আগস্ট ২০২৪ , ৬:৩৮:০৩ প্রিন্ট সংস্করণ
আমার দেশ পত্রিকা খুলে দেওয়া ও মাহমুদুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমারদেশ পরিবার ও সম্মিলিত পেশাজীবি পরিষদের আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (২১ আগস্ট) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রবল বৃষ্টি উপেক্ষা করে শুরু হয় এ সমাবেশ।
এ সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহব্বায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিএনপির আহব্বায়ক এরশাদুল্লাহ, মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ কয়েকজন বিএনপির নেতাকর্মী ও ঢাকা থেকে আগত সাংবাদিকবৃন্দ।
দৈনিক আমারদেশ পত্রিকার ব্যুারো প্রধান জাহিদুল করিম কচি বলেন, পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক অবৈধভাবে বন্ধ করে রাখা দৈনিক আমারদেশ পত্রিকার প্রেস খুলে দেয়াসহ মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল অবৈধ সাজা ও মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন।
এ সমাবেশে আমারদেশ, দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি’সহ বন্ধ থাকা সকল গনমাধ্যম গুলোকে চালু করার দাবি জানানো হয়। তারই সাথে সাথে উন্মুক্তভাবে সংবাদ প্রকাশের দাবি ও জানানো হয়।