চট্টগ্রাম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবেলায় কাজ করবে ২৯০ টি মেডিকেল টিম

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৪ , ৪:৩৪:০৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবেলায় কাজ করবে ২৯০ টি মেডিকেল টিম

চট্টগ্রামে টানা অতিবর্ষণের কারণে বেড়েছে পাহাড়ধস ঝুঁকি, জলাবদ্ধতা ও বন্যা ঝুঁকিজনিত দুর্যোগ। এ পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের চিকিৎসা ও স্বাস্থ্যসেবার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও সদর হাসপাতাল মিলে মোট ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

(২১ আগস্ট) বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্ববধায়ক সুজন বড়ুয়া। বিজ্ঞপ্তিতে সিভিল জানান, কয়েকদিনের টানা অতি বর্ষনের কারনে মহানগরসহ উপজেলা সমূহের বিস্তৃর্ণ এলাকায় জলাব্ধতা দেখা দেয়। এবং বেশ কিছু এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে সৃষ্টি হয় জনদুর্ভোগ।

তাই চট্টগ্রাম জেলার ২০০ ইউনিয়নের প্রতিটিতে ১টি করে মোট ২০০টি, ১৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে মোট ৭৫টি, ৯টি আরবান ডিসপেন্সারিতে ১টি করে মোট ৯টি, ১টি স্কুল হেলথ ক্লিনিকে ১টি ও জেলা সদর হাসপাতালে (চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল) ৫টি মেডিক্যাল টিমসহ মোট ২৯০টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখতে হবে।

দুর্যোগ মোকাবেলার জন্য বাফার স্টক (ওষুধ, স্যালাইন, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি) মজুদ রাখতে হবে। সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবেলায় সব কর্মকর্তা-কর্মচারীকে প্রস্তুত থাকতে নির্দেশনা দিতে হবে।
ইউএইচঅ্যান্ডএফপিও সহ সব চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক কর্মস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি আরও জানান, স্থানীয় কর্তৃপক্ষকে প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে। সাপে কাটা রোগীর জন্য এন্টিভেনম মজুদ রাখতে হবে। অতিবৃষ্টির কারণে যেন জনগণের চিকিৎসাসেবা ব্যাহত না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। দুর্যোগ পরবর্তী স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদারকরণের উদ্যোগ নিতে হবে।

বৃষ্টির পানিতে সরকারি সম্পদ যাতে নষ্ট না হয় সে ক্ষেত্রে যাবতীয় প্রস্তুতি নিতে হবে। যেকোনো বিষয়ে অবগত/পরামর্শেও জন্য জেলা সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুমের নম্বর(০২৩৩৩৩৫৪৮৪৩) সার্বক্ষণিক চালু থাকবে।

আরও খবর

Sponsered content