চট্টগ্রাম

চট্টগ্রামের সমাজকর্মীদের সাথে জামায়াতের মতবিনিময়

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৪ , ৮:০৫:২৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের সমাজকর্মীদের সাথে জামায়াতের মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, আমাদেরকে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব আজ আমাদেরকে নিতে হবে। গোটা সমাজ ব্যবস্থা কলুষিত হয়ে গেছে।

শনিবার (২৪ আগস্ট) রাতে নগরীর আকবরশাহ থানা জামায়াত আয়োজিত সমাজকর্মীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ নুরুল আমিন আরও বলেন, সমাজ পরিবর্তনের জন্য তার নেতৃত্ব আজ আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকলকে কাছে টেনে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে।

আকবরশাহ থানার আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে থানা সেক্রেটারি রেজাউল করিম, এসিস্ট্যান্ট সেক্রেটারি আফসার উদ্দিন শাহীন, ওয়ার্ড আমীর মোরশেদ জিয়াউদ্দিন, জামায়াত নেতা মো. নুরুল আলম, ইউসুফ চৌধুরী, ডা. শাহাদাত হোসেন বক্তব্য রাখেন।

আরও খবর

Sponsered content