রংপুর

আন্দোলনে নিহত রুদ্র সেনের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৪ , ৭:২৩:২৭ প্রিন্ট সংস্করণ

আন্দোলনে নিহত রুদ্র সেনের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি’র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও দিনাজপুরের কৃতি সন্তান রুদ্র সেনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী।

রোববার বিকেলে দিনাজপুর শহরের পাহাড়পুরস্থ রুদ্র’র বাসায় গিয়ে তার পিতা পাঁচবাড়ী মখলেসুর রহমান মহাবিদ্যালয়ের সাবেক প্রভাষক সুবীর সেন ও বোন স্কুল শিক্ষিকা সুষ্মিতা সেনের হাতে নগদ ১ লাখ টাকা তুলে দেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর প্রিন্সিপাল আনিসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল জামায়াতের টীম সদস্য, জেলা জামায়াতের সাবেক আমীর ও চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফতাবউদ্দীন মোল্লা, জেলা জামায়াতের নায়েবে আমীর ও বিরল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আফজালুল আনাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারী এ্যাড. মাহবুবুর রহমান, দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, জামায়াত নেতা এ্যাড. মাঈনুল আলম, শহর আমীর রেজাউল করিম, শহর সেক্রেটারী সিরাজুল ইসলাম, হাজী মশিউর রহমান প্রমূখসহ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। পরিবারের সদস্যদের মধ্যে রুদ্র’র মাতা শিখা বনিকসহ মাসি, পিসি, কাকা, কাকিসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নারী-পুরুষ।

বোন সুষ্মিতা জানান, ১৮ জুলাই রাত সাড়ে ৯টার সময় আমার ভাইয়ের এক বন্ধু ফোন করে জানায় আমার ভাই মারা গেছে। পরে ১৯ জুলাই শুক্রবার কারফিউর শুরুর রাতে সাড়ে ১২টায় রুদ্র সেনের মরদেহ দিনাজপুরের পাহাড়পুরে নিজ বাসায় এসে পৌছায়। সেদিন আইন-শৃংখলা রক্ষকারী বাহিনীসহ প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাতেই ফুলতলা শ্মশানে অন্তোষটিক্রিয়া সম্পন্ন করা হয়।

আরও খবর

Sponsered content