প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৪ , ৭:৩১:০২ প্রিন্ট সংস্করণ
দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে বড় ভূমিকা রেখে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যার্তদের জন্য তিন ধাপে ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য এ বছর সর্বমোট ১০০ কোটি টাকার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
সোমবার নিজের ফেসবুক পেজে লাইভে তিনি বলেন, সর্বমোট ১ লাখ ৬০ হাজার পরিবারের জন্য দুই থেকে আড়াই হাজার মেট্রিকটন খাবারের আয়োজনসহ ৫ হাজার পরিবারের জন্য থাকবে পুনর্বাসন কার্যক্রম। বন্যা পরবর্তী এ পুনর্বাসনে দেওয়া হবে টিন ও নগদ টাকা।
এছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও মৃতদের পরিবারে উপযুক্ত সহায়তা দেওয়া হবে। সেইসঙ্গে গোখাদ্য, সেনিটারি ন্যাপকিন ও কাপড়চোপড়সহ আনুসঙ্গিক সবকিছু দেওয়া হবে।