চট্টগ্রাম

ফেনীতে যুবদলের ত্রাণ উপহার

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৪ , ৫:৪৯:১৭ প্রিন্ট সংস্করণ

ফেনীতে যুবদলের ত্রাণ উপহার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নির্দেশনায় সন্দ্বীপ উপজেলা ও সন্দ্বীপ পৌরসভা যুবদল বন্যাদুর্গত এলাকার মানুষের মাঝে নিঝুম খানের সাহায্যতায় যুবদল নেতা মোহাম্মদ লালন ও আফসারের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে।

সোমবার (২৬ আগস্ট) ফেনী জেলার বন্যাকবলিত কয়েকটি গ্রামে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়।

এসময় আবুদাবি সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের ব্যানারে সন্দ্বীপ ফোরামের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক রুবেল সিনিয়র সহ-সভাপতি মোমেন ইসলাম ত্রাণ বিতরণ করতে করেছেন। পরে সন্দ্বীপ পৌরসভা যুবদল নেতা মোঃ লালন বন্যা প্রসঙ্গে বলেন, বর্তমানে সৃষ্ট বন্যার জন্য প্রতিবেশী দেশ ভারতের দায় নিতে হবে। শুকনো মৌসুমে তারা বাঁধ দিয়ে পানি আটকিয়ে রাখে আর বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়। অভিন্ন নদীর পানির উজানে ভারত আন্তর্ঝাতিক আইন লঙ্ঘন করছে। এখন সময় এসেছে ভারতকে উপযুক্ত জবাব দেওয়ার।

বন্যাকবলিত অসহায় মানুষদের পাশে সহযোগিতা করার জন্য সন্দ্বীপের যুবদলের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান তিনি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সন্দ্বীপবাসীকে বন্যাকবলিত মানুষের পাশে থাকার অনুরোধ জানান।
পরে ফেনী বিএনপি যুবদল ছাত্রদল ও দলে অঙ্গ সহযোগী সংগঠনকে সাথে নিয়ে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে নিজেদের উপস্থিতি তুলে ধরে।

আরও খবর

Sponsered content