চট্টগ্রাম

রাউজানে ফজলে করিমের বাগান বাড়িতে মিললো বৃদ্ধের লাশ

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৪ , ৭:২৯:৪৭ প্রিন্ট সংস্করণ

রাউজানে ফজলে করিমের বাগান বাড়িতে মিললো বৃদ্ধের লাশ

চট্টগ্রামের রাউজানে মো. ইউসুফ মিয়া (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বাগান বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউসূফ রাউজান পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের আবদুল শুক্কুর মিয়ার বাড়ির প্রয়াত শামসু মিয়ার ছেলে। ইউসূফ গত শনিবার দুপুরে ঘর থেকে বের হয়ে আর ফিরেনি বলে দাবি তার পরিবারের।

রাউজান থানার সেকেন্ড অফিসার নাফিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডান কাধের পেছনের অংশে আঘাতের চিহ্ন আছে। লাশের নিচে রক্ত ছিলও বলে দাবি তার। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content