আন্তর্জাতিক

‘মারাত্মক অপুষ্টিতে’ ভুগছে গাজার ৫০ হাজারের বেশি শিশু

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৪ , ৭:২৫:৪১ প্রিন্ট সংস্করণ

‘মারাত্মক অপুষ্টিতে’ ভুগছে গাজার ৫০ হাজারের বেশি শিশু
ছবি: সংগৃহীত

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের কারণে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। 

অবরুদ্ধ উপত্যকায় দুর্ভিক্ষের ‘সত্যিকারের’ ঝুঁকি এড়াতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইউনিসেফের শিশু পুষ্টি ও উন্নয়ন বিষয়ক পরিচালক ভিক্টর আগুয়েও বলেন, ‘আমরা অনুমান করি যে, ৫০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং তাদের জীবন রক্ষাকারী চিকিৎসার প্রয়োজন’।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও এবং বিশ্ব খাদ্য কর্মসূচি গাজার পরিস্থিতিকে ‘ইতিহাসের সবচেয়ে মারাত্মক খাদ্য ও পুষ্টি সংকটগুলোর মধ্যে একটি’ বলে বর্ণনা করেছে। 

আগুয়েও বলেন, ‘এটা মনে রাখা জরুরি যে, গাজার জনসংখ্যার প্রায় অর্ধেকই ইসরাইলি ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছে, আর তারা সবাই শিশু’।

গাজায় গত সপ্তাহের সফরের কথা উল্লেখ করে ইউনিসেফের এই কর্মকর্তা বলেন, আমি দেখেছি, গাজায় কিভাবে বেসামরিক মানুষের বিরুদ্ধে কয়েক মাস ধরে যুদ্ধ এবং কঠোর বিধিনিষেধের ফলে শিশুদের পুষ্টির জন্য বিপর্যয়কর পরিণতি দেখা দিয়েছে। একইভাবে খাদ্য, স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থারও পতন ঘটেছে।

সূত্র: মেহের নিউজ

আরও খবর

Sponsered content